নাসাফের হার ভুলে প্রস্তুতিতে জোর হাবাসের, দলের কম্বিনেশন নিয়ে দিলেন বড় বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের তুলনায় অনেকটা দেরি করেই গোয়ায় প্রস্তুতি পর্ব শুরু করেছে এটিকে মোহনবাগান। যদিও আইএসএলের বাকি দলগুলির তুলনায় বেশি ফুটবল খেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। এই পরিস্থিতিতে এএফসি কাপের হতাশা ভুলে এবার লড়াই করতে মরিয়া এটিকে মোহনবাগান।
আর এই বিষয়ে বেশ ইতিবাচক কোচ আন্তোনিও হাবাস লোপেজ। তবে এই মরশুমে এটিকে মোহনবাগান কেমন পারফর্ম করবে, প্রস্তুতি কেমন - সে নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগান মিডিয়াকে বিশেষ সাক্ষাৎকার দিলেন হাবাস।
দেরি করে প্রস্তুতি পর্ব সারা এবং কোনও প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়ে কিছু ভাবছেন না হাবাস। তিনি বলেছেন, "প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়ে আমাদের কোনও অসুবিধা নেই। আমি চাই যাতে খেলোয়াড়রা পুরো প্রস্তুতি নিয়েই ম্যাচে নামুক এবং আমার কোনও অসুবিধা নেই প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়ে।"
এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল গত মরশুমের তুলনায় ভালো প্রস্তুতি নিয়েছে এবং বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে এখনও প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কথা বলতে রাজি নন হাবাস। এমনকি এফসি নাসাফের বিরুদ্ধে এএফসি কাপের হতাশাজনক হারকেও মনে রাখতে চাইছেন না হাবাস।
গত মরশুমে চোট-আঘাতে জর্জরিত থাকা মাইকেল সুসাইরাজ ও প্রবীর দাস এই মরশুমে নিজেদের প্রমাণ করতে মরিয়া। এই নিয়ে হাবাস বলেছেন, "প্রবীর ও সুসাইরাজ দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা আশা করছি এই বছর ওরা নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলাটা খেলবে।"
সন্দেশ ঝিঙ্গানের বিদায়ে এটিকে মোহনবাগানের ডিফেন্স কিছুটা নড়বড়ে ছিল। এই পরিস্থিতিতে আসন্ন আইএসএলের আগে কি এটিকে মোহনবাগান সঠিক কম্বিনেশন খুঁজে নেবে? এই নিয়ে হাবাস বলেছেন, "আমরা কখনই একটি নির্দিষ্ট কম্বিনেশনে খেলি না। ২০১৯-২০ মরশুমে যখন এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল, তার প্রমাণ আমরা পেয়েছি, গত বছরেও তাই হয়েছে। ফলে এই বছরেও আমরা সেই একই পথ অবলম্বন করব। আক্রমণে উঠলে খেলোয়াড়রা আক্রমণ করবে, রক্ষণে নামতে হলে তারা নামবে।"
ভারতে পাঁচ মরশুম কাটিয়ে ফেললেন হাবাস। এত দিন পরেও কি প্রত্যাশা রয়েছে হাবাসের? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "জেতা, বিজয়ী হওয়া। আমি হারা বা ড্র করার প্রত্যাশা নিয়ে এগোতে পারি না। সমস্ত প্রতিপক্ষকে সম্মান দিয়েই বলছি, আমি জিততে চাই।"
এটিকে মোহনবাগান ছাড়াও আর কারা ট্রফি জয়ের দাবিদার হতে পারে, এই নিয়ে হাবাস বলেছেন, "কোনও একটি দলের উপর এভাবে বাজি ধরা যায় না। প্রতিটি দলই বেশ গুছিয়ে নিয়েছে এবং বিদেশীরাও বেশ শক্তিশালী। তবে আমার মতে ওড়িশা, গোয়া, মুম্বইয়ের মত বেশ কিছু দল এবারে দাবিদার হতে পারে।"