শতবর্ষের ডার্বিতে কলকাতার রঙ সবুজ মেরুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক ২৭ শে নভেম্বর ২০২১, ইন্ডিয়ান সুপার লিগের শতবর্ষের কলকাতা ডার্বির রঙ শুধুই সবুজ মেরুন । শতবর্ষের ডার্বি ঘিরে ফুটবল জ্বরে কাবু বাংলার তথা ভারতের আপামর ফুটবল প্রেমী মানুষ। আর সত্যি কথা বলতে কি মোহনবাগান আর ইস্টবেঙ্গল তো দুটো দলের নাম নয়, যেন মন্ত্রের নাম , যে মন্ত্র উচ্চারণে লাখ লাখ ফুটবল প্রেমী মানুষ জড়ো হয়েছিল টিভির সামনে।
আর সবুজ মেরুন সমর্থকদের নিরাশ করেনও নি কৃষ্ণ , মনভীর, কোলাসোরা। শতবর্ষের ডার্বিতে শুরুতে সাবধানে শুরু করলেও আস্তে আস্তে চাপ বাড়াতে শুরু করেন হাবাস । আর এই আক্রমণের ফলস্বরূপ ম্যাচের মাত্র ১২ মিনিটে গোলের মুখ খোলেন রয় কৃষ্ণ, আর তার ঠিক মিনিট পরেই মনভীর সিং। ম্যাচের ২৩ মিনিটের মাথায় অরিন্দমের মারাত্মক ভুলে এটিকে মোহনবাগান এর হয়ে তৃতীয় গোল টি তুলে নেন লিস্টন কোলাসো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের স্কোর দাঁড়ায় এটিকে মোহনবাগান ৩ - ০ এস সি ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে অবশ্য ধরে খেলেন হাবাস , ম্যাচের রক্ষণ মজবুত করতে ম্যাচের ৭৬ মিনিটে লিস্টন কে পরিবর্তন করে প্রবীর দাস কে নামান সবুজ মেরুনের হেড স্যার। তবে এই এস এল এর প্রথম ডার্বিতে খুঁজেই পাওয়া গেলো না লাল হলুদ শিবির কে । শতবর্ষের ডার্বির শেষে একটাই কথা বলা যায় শতবর্ষের ডার্বিতে কলকাতার রঙ শুধুই সবুজ মেরুন।