তিন বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে যোগ দিতে চলেছেন আশুতোষ মেহতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিস্টন কোলাসোকে তুলে ইতিমধ্যেই চমক ঘটিয়েছে এটিকে-মোহনবাগান। এবার দলকে আরও বেশি শক্তিশালী করতে তারা রাইট ব্যাক আশুতোষ মেহতাকে সই করতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
জানা গিয়েছে, আশুতোষকে বেশ মোটা বেতনের অফার করেছিল এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। কিন্তু ইস্টবেঙ্গলকে সরিয়ে গতবারের রানার্স এটিকে-মোহনবাগানকে বেছে নিতে চলেছেন আশুতোষ। সমস্ত শর্তে রাজিও হয়েছে মুম্বইয়ের এই অভিজ্ঞ ডিফেন্ডার। এবং সব ঠিকঠাক থাকলে, ২০২৪ সাল অবধি আশুতোষ মেহতাকে সই করতে চলেছে এটিকে-মোহনবাগান।
২০১৯-২০ আইলিগে মোহনবাগানের আইলিগ জয়ের অন্যতম কান্ডারি আশুতোষকে রাখেনি নয়া সত্ত্বাবিশিষ্ট ক্লাব এটিকে-মোহনবাগান। এরপর নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গোটা আইএসএলে দাপট দেখান আশুতোষ। ১৮টি ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন, এছাড়া ৫০টি ক্লিয়ারেন্স করেছে, যা এক উইংব্যাকের কাছে দারুণ ব্যাপার। দুরন্ত পারফর্মেন্সের জেরে সদ্য দুবাইয়ে হওয়া জাতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেন আশুতোষ।
এটিকে-মোহনবাগানের এই মরশুমে খুব কম সমস্যার একটি ছিল অফেন্সিভ উইংব্যাকের অভাব, যা হাবাসের ৩-৫-২ ফর্মেশনে খুবই জরুরি। যেভাবে ডানদিক থেকে আশুতোষ ওভারল্যাপ করে ক্রস বাড়াতে উপযোগী ভূমিকা নেন, তাতে বেশ খুশিই হবেন হাবাস।