কলকাতা ডার্বিতে চোট পেয়েছেন অরিন্দম ভট্টাচার্য, হল এমআরআই স্ক্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কলকাতা ডার্বিতে চোট পেয়েছেন এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার তথা অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য। এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানা গিয়েছে, চোট পেয়েছেন এই তারকা গোলকিপার।
ক্লাবের তরফ থেকে খবর, ম্যাচের পর এমআরআই স্ক্যান করা হয়েছে অরিন্দমকে। আপাতত রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল।
শনিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অত্যন্ত খারাপ গোলকিপিং করেন অরিন্দম ভট্টাচার্য। যার জেরে ম্যাচের ৩০ মিনিটেই অরিন্দমকে তুলে শুভম সেনকে নামানো হয়। অরিন্দম থাকাকালীনই ২৩ মিনিটে তিন গোল হজম করতে হয় এসসি ইস্টবেঙ্গলকে। আর সেই ফলাফলেই শেষ হয় কলকাতা ডার্বি।