ডার্বি নিয়ে ভাবছেনই না অরিন্দম! জানালেন এটিকে মোহনবাগান ছাড়ার প্রকৃত কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের দলবদলের বাজারের অন্যতম বড় চমক দেখিয়েছিল এসসি ইস্টবেঙ্গল, যখন তারা এটিকে মোহনবাগানের তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে এক বছরের চুক্তিতে তুলে আনে। এক নয়া চ্যালেঞ্জ নিয়ে লাল-হলুদের সংসারে হাজির হয়েছেন আইএসএল জয়ী এই গোলকিপার।
এবার এই নিয়ে মুখ খুললেন অরিন্দম। এটিকে মোহনবাগান ছাড়া, এসসি ইস্টবেঙ্গলের নয়া চ্যালেঞ্জ ও অবশ্যই কলকাতা ডার্বি - সব কিছু নিয়েই এবার খোলামেলা অরিন্দম। দ্য ব্রিজের সাথে বিশেষ সাক্ষাৎকারে সব কিছু জানালেন অরিন্দম।
কি কারণে এটিকে মোহন বাগান ছাড়লেন, এই নিয়ে অরিন্দম বলেছেন, "আমি যখন এটিকেতে যোগ দিই, ওরা ভালো খেলতে পারছিল না। কিন্তু আমি চেয়েছিলাম ওদের সাথে ট্রফি জিততে। এবং আমি ভাগ্যবান ছিলাম যে আমরা দল হিসেবে ভালো করেছি ট্রফি জেতার জন্য। কিন্তু গত বছর গোল্ডেন গ্লাভস জিতলেও ফাইনাল জিততে পারিনি। আমি আবারও নতুন চ্যালেঞ্জের খোঁজ করছিলাম কারণ আমি নতুন জায়গায় এই একই জিনিস ঘটাতে চেয়েছি। সম্ভবত সেই কারণে আমি এটিকে মোহনবাগান ছেড়ে অন্য কোনও ক্লাবের জন্য চেষ্টা করি।"
এটিকে মোহনবাগানের মত তারকাখচিত দল থেকে এবার এসসি ইস্টবেঙ্গলে অরিন্দম, যারা একেবারে নতুন ধাঁচে নিজেদের তৈরি করে নিয়েছেন। তবে এতে কোনও বাড়তি চাপ নিচ্ছেন না অরিন্দম। তিনি বলেছেন, "আমি এই জায়গায় এতদিন ধরে রয়ে বুঝেছি যে ফলাফলকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে যেতে হবে। আপনি কি পাচ্ছেন, জিতছেন না হারছেন, আপনি কাজ করে যাবেন এবং নিজেকে এগোতে থাকবেন। তো এতে সমস্যার কিছু নেই। ভালো কাজ করলে প্রত্যাশা আসেন, আর সেটাই আমরা ক্রীড়াবিদ হিসেবে চাই। এখানে সেই প্রত্যাশা রয়েছে, কিন্তু একজন ক্রীড়াবিদ ও গোলকিপার হিসেবে তা আমার উন্নতিতে আমায় সাহায্য করবে।"
নতুন খেলোয়াড়, নতুন কোচ - সব মিলিয়ে একেবারে নয়া সাজে নেমেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু গত বছরের খারাপ পারফর্মেন্সকে মাথায় রেখে, একজন প্রকৃত নেতা হিসেবে অরিন্দমকে এগিয়ে যেতে হবে। দলগঠন নিয়ে অরিন্দম বলেছেন, "আমার মনে হয় এতদূর অবধি আমি যা বুঝেছি, দলের একতাই গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রতিটি বিভাগে ভালো খেলোয়াড় রয়েছে আর তারা ক্ষুধার্ত। কখনও আপনার ভালো খেলোয়াড় থাকে, কিন্তু ওরা খুব বেশি প্রয়াস করতে চায় না। কিন্তু এসসি ইস্টবেঙ্গলে সেই ধারণা নেই। আমরা দল হিসেবে এক সাথে কাজ করি এবং দলই আমাদের সব থেকে বড় শক্তি। ব্যক্তি নয়, দলই আসল।"
শেষে কলকাতা ডার্বি ও আসন্ন মরশুম নিয়ে অরিন্দম বলেছেন, "সত্যি বলতে গেলে, আমি ডার্বি নিয়ে অত ভাবিনি। আমি প্রথম ম্যাচ নিয়ে ভাবছি এবং তিন পয়েন্ট ও ক্লিন শিটে শুরু করতে চাই। অবশ্যই আমি জানি কোচ হিসেবে হাবাস কতটা ভালো এবং কতটা শক্তিশালী ওদের দল। আর আমি যদি আমার প্রাক্তন দল নিয়ে আমার বর্তমান কোচ ও খেলোয়াড়দের কিছু অভিজ্ঞতা দিতে পারি, তা নিঃসন্দেহে আমাদের জন্য সুবিধা।"
"একটি ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলেই জানি এটি একটি খুবই ছোট লিগ, কেবল ২০টি ম্যাচ। তাই আমরা সেই দিকেই নজর দেব, এবং এক এক ম্যাচ ধরে চলব। কিন্তু আমরা বিশ্বাস করি যে এটি কোচের তরফ থেকে আসবে, ওনার পরিকল্পনা আমরা জানতে পারলে, আমরা সেই পরিকল্পনা অনুযায়ী চলব।"