মেসির সাথে খেলতে পেরে আমি ভাগ্যবান, বার্তা প্রাক্তন সুপারস্টার রিকলমের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার লিওনেল মেসির ৩৫তম জন্মদিন উপলক্ষ্যে ফুটবল বিশ্বে অভিনন্দনের বন্যা বইয়ে গিয়েছিল। মেসি ভক্তরা তো বটেই, ফুটবল জগতের বর্তমান ও প্রাক্তন ফুটবলাররাও প্রশংসায় মেতেছেন মেসির।
এবার মেসির সাথে খেলাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করেন আর্জেন্টিনার প্রাক্তন সুপারস্টার ফুটবলার হুয়ান রোমান রিকলমে। এই প্রখ্যাত ফুটবলার মনে করেন, সময়ের সাথে সাথে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন মেসি, এবং মাঠে তিনি একজন জিনিয়াস।
টিওয়াইসি স্পোর্টসে শুক্রবার এক সাক্ষাৎকারে রিকলমে বলেছেন, "আজ আমি ওনাকে (মেসি) ফোন করেছিলাম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। মেসি নিজেকে সময়ের সাথে সাথে আবিষ্কার করেছে। বল নিয়ে খেলায় উনি একজন জিনিয়াস এবং তিনি সব সময় লড়তে চান।"
এরপর মেসি ও মারাদোনার সাথে খেলা নিয়ে রিকলমে বলেছেন, "আমি ভাগ্যবান মেসি ও মারাদোনার সাথে খেলতে পেরে। মেসির সাথে খেলাটা অসাধারণ ছিল। আমি ওনাকে খুব ভালোবাসি, আমরা প্রায়ই কথা বলি। উনি আমায় খুব পছন্দ করেন, সময় এত দ্রুত চলে যায়।"
এদিকে মেসিকে যিনি বার্সিলোনায় নিয়ে গিয়েছিলেন, সেই জোসে মারিয়া মিঙ্গুয়েলা জানিয়েছেন, রিকলমেকে একজন আইডল হিসেবে দেখতেন মেসি।