কোপা আমেরিকার আগে বড় ফল আর্জেন্টিনার, সামঞ্জস্যহীন খেলায় চিলির সাথে ড্র

আর্জেন্টিনা - ১ (লিওনেল মেসি - পেনাল্টি)
চিলি - ১ (অ্যালেক্সিস স্যাঞ্চেজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট হিসেবে উঠে আসছে আর্জেন্টিনা। আর তার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বের ম্যাচগুলি যেন প্রস্তুতি হিসেবে দেখছে তারা। ভারতীয় সময় শুক্রবার ভোরে চিলির বিরুদ্ধে ড্র করল আর্জেন্টিনা।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার পাশাপাশি এটি কোপা আমেরিকার জন্য বড় প্রস্তুতি মঞ্চ ছিল দুই দলের জন্য। কিন্তু দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সিতে নামায় দুই দলের খেলায় অসামঞ্জস্য স্পষ্ট হয়েছিল। আর্জেন্টিনার আক্রমণ বেশি থাকলেও চিলি নিজেদের সুযোগে বেশ কয়েকবার আর্জেন্টিনার দূর্বল রক্ষণে হানা দিয়েছে।
২৪ মিনিটে গুইয়েরমো মারিপান বক্সের মধ্যে ফাউল করেন লাউতারো মার্টিনেজকে, যার জেরে পেনাল্টি পায় আর্জেন্টিনা। এর আগের ফাইনালের ভুল এবারে করেননি লিওনেল মেসি, পেনাল্টি স্পট থেকে পরাস্ত করেন ক্লদিও ব্রাভোকে। তবে সেই সুখ বেশি সময় অবধি থাকেনি সাদা-নীল ব্রিগেডের। ৩৭ মিনিটে গ্যারি মেডেলের পাসে গোল করেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ।
তবে আর্জেন্টিনা ভালো কিছু সুযোগ পেয়েছিল, যদিও দুর্দান্ত কিছু সেভ দেন ক্লদিও ব্রাভো। আর এর জেরে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দুই পক্ষকেই। এর পর আগামী ১৫ জুন আবারও কোপা আমেরিকার গ্রুপ পর্বে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে নামবে।
আর্জেন্টিনা বেশ আক্রমণাত্মক ফর্মেশনেই মাঠে নেমেছিল। লুকাস ওকাম্পোস ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে পিছনে রেখে আক্রমণে উঠছিলেন মেসি ও মার্টিনেজ। প্রয়োজনে ট্র্যাক ব্যাকও করছিলেন মেসি, যা লিওনেল স্কালোনির পরিকল্পনায় রয়েছে বটে।