মেসির দর্শনীয় ফ্রিকিকের জবাব ভিদাল-ভারগাসের যুগলবন্দী, সুযোগ্য ড্র চিলির

আর্জেন্টিনা - ১ (লিওনেল মেসি)
চিলি - ১ (এডুয়ার্ডো ভারগাস)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকার অন্যতম হেভিওয়েট এই ম্যাচে ছিল সব কিছুই। উত্তেজক ফুটবল, লিওনেল মেসির ম্যাজিক, আর্জেন্টিনা ডিফেন্সের বড় ভুল ও চিলির সুযোগের সদ্ব্যবহার। লিওনেল মেসির দর্শনীয় ফ্রি কিকের আনন্দকে ভুলিয়ে দিল নিকোলাস ট্যাগলিয়াফিকোর বড় ভুল, যার জেরে গোল পায় চিলি।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণের সাথে লড়াই চলছিল চিলির রাফ অ্যান্ড টাফ ফুটবলের। নিকো গোঞ্জালেজ ও লিও মেসি যুগলবন্দী তৈরি করে আক্রমণ তৈরি করেছিলেন, কিন্তু চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো বেশ ভালো সেভ দিয়েছেন। ৩৩ মিনিটে দর্শনীয় ফ্রিকিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।
গোল পাওয়ার পর আর্জেন্টিনা অনেকটাই ফ্রি ফুটবল খেলে। অন্যদিকে আক্রমণাত্মক মেজাজে এগিয়ে চলে চিলি। ৫৫ মিনিটে আর্তুরো ভিদালকে বক্সের মধ্যে জঘন্য ফাউল করেন ট্যাগলিয়াফিকো, যা পেনাল্টি দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। যদিও আর্তুরো ভিদালের পেনাল্টি বাঁচিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, কিন্তু সেই রিবাউন্ড থেকে গোল করেন এডুয়ার্ডো ভারগাস।
এরপর আর্জেন্টিনা মরিয়া হয়ে পড়ে গোল পাওয়ার জন্য। একের পর এক আক্রমণ হানতে থাকেন মেসি-ডি মারিয়ারা। কিন্তু চিলির ডিফেন্স একেবারে সজাগ ছিল। এছাড়া দারুণ কিছু সুযোগ মিস করেন নিকো গোঞ্জালেজরা। ফলে শেষ অবধি ড্রয়ে থেকে যায় ম্যাচটি।
যদিও ম্যাচটি জিততে চাইত আর্জেন্টিনা, তবে এই ড্রয়ে খুশিই থাকবে চিলি। কিন্তু লিওনেল স্কালোনি নিশ্চই খেয়াল রাখবেন আর্জেন্টাইন ডিফেন্সে কাজ করার দিকে। তবে মেসির এই ফ্রি কিক নিঃসন্দেহে ম্যাচের সব থেকে বড় হাইলাইট।