মারাকানার রঙ নীল-সাদা, কোপায় শাপমুক্তি মেসি-আর্জেন্টিনার

আর্জেন্টিনা - ১ (অ্যাঞ্জেল ডি মারিয়া)
ব্রাজিল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে শাপমুক্তি মেসির, অবশেষে শাপমুক্তি আর্জেন্টিনার। চিরশত্রুর মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ৮ বছর পর কোপা আমেরিকা খেতাব জিতল আর্জেন্টিনা। ব্রাজিলকে কার্যত চুপ করিয়ে ডি মারিয়ার ম্যাজিকে জিতল আর্জেন্টিনা।
বিশ্ব ফুটবলের দুই হেভিওয়েটের মধ্যেকার এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। মূলত মাঝমাঠের লড়াইয়ে মেতে ছিল দুই দল। কিন্তু খেলায় প্রতিপত্তি বেশি ছিল ব্রাজিলের। নেইমার-রিচার্লিসনের স্কিলে মাতিয়ে রেখেছিল ব্রাজিল।
কিন্তু ২২ মিনিটে গতির বিপরীতে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। রড্রিগো ডে পলের লং বলে দুরন্ত রিসিভ করেন ডি মারিয়া, যিনি আগুয়ান গোলকিপার এডারসনের উপর দিয়ে দারুণ ফিনিশ করেন। গোলের পর আর্জেন্টিনা খেলার দখল নিয়ে নেয়, নিজেদের মধ্যে পাস খেলতে থাকে অনবরত।
তবে প্রথমার্ধের শেষের দিকে ধীরে ধীরে খেলায় ফেরে ব্রাজিল। সেই খেলাই দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে সেলেকাওরা। তবে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে আক্রমণের চেষ্টা করে। ৫২ মিনিটে রিচার্লিসন গোল করলেও সেটি অফসাইডের জন্য বাতিল হয়।
একের পর এক আক্রমণ বাড়াতে থাকে ব্রাজিল। রবার্তো ফিরমিনো, ভিনিয়াস জুনিয়ররা আসার পর আক্রমণ বাড়লেও সেভাবে লাভ হয়নি। আর শেষ অবধি দুর্দান্ত প্রত্যয় দেখিয়ে শত্রুর মাটিতে কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা।