নাম না করে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ আয়োজন না করার বার্তা দিলেন আন্তোনিও হাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই চলতি ডুরান্ড কাপের আগে নিজেদের নাম তুলে নিয়েছিল এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এএফসি কাপ খেলা সবুজ মেরুণ ব্রিগেড কি খেলবে চলতি কলকাতা লিগ? আইএফএ এটিকে মোহনবাগানকে মাথায় রেখে সূচি প্রস্তুত করেছে, তবে সবুজ-মেরুণ ব্রিগেডের খেলার নামগন্ধ নেই।
এই পরিস্থিতিতে নাম না করে ঐতিহ্যশালী কলকাতা লিগ ও ডুরান্ড কাপ আয়োজন না করার মন্তব্য করে বসলেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস লোপেজ। মাদ্রিদ থেকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর বার্তা দিলেন হাবাস। আপাতত হাবাস এএফসি কাপকেই মূল ফোকাস হিসেবে রাখছেন। এবং তিনি মনে করেন, অপেশাদার দলের বিরুদ্ধে খেলার কোনও মানেই হয় না।
সাক্ষাৎকারে হাবাস বলেছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মূল লক্ষ্য হবে এএফসি কাপ। এছাড়াও, আমাদের বেশি খেলোয়াড়ও নেই। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে মালদ্বীপে তিনটি ম্যাচে, আমাদের ২১ জন খেলোয়াড় ছিল। আমরা কি করে এই সংখ্যক খেলোয়াড় নিয়ে তিনটি প্রতিযোগিতায় একসাথে খেলতে পারব?"
এরপর হাবাস বলেন, "করোনা পরিস্থিতির জেরে, আমাদের কাছে বেশি খেলোয়াড় নেই। এছাড়াও, আমার মনে হয় যদি আমরা ভারতে পেশাদার ফুটবলের মান বাড়াতে চাই, আমরা কোনওভাবেই পেশাদার দলগুলির বিরুদ্ধে অপেশাদার দলের টুর্নামেন্ট আয়োজন করতে পারি না। বিশ্বের কোনও প্রতিযোগিতায় এমন ঘটনা নেই। আর আপনি কি চান, এএফসি কাপ বন্ধ করে দিয়ে স্থানীয় টুর্নামেন্ট খেলতে হবে?"
এবং এর জেরে কার্যত ক্ষুব্ধ মোহনবাগান সমর্থক সহ গোটা ভারতীয় ফুটবল মহল। বিশ্বের দ্বিতীয় প্রাচীন টুর্নামেন্ট হিসেবে বিবেচিত ডুরান্ড কাপ এবং এশিয়ার সবথেকে পুরোনো টুর্নামেন্ট কলকাতা লিগকে যেভাবে অপমান করলেন তিনবারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ, তা মেনে নিতে পারছেন না ফুটবল মহল।