অভিষেকেই দারুণ শুরু আন্তোনিও কন্তের, নাটকীয় জয় টটেনহ্যামের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ডে আবারও প্রত্যাবর্তন করলেন আন্তোনিও কন্তে, এবার টটেনহ্যাম হটস্পারের হয়ে। আর প্রত্যাবর্তনেই নাটকীয় জয় তুলে নিল স্পার্সরা, ফলে দারুণ শুরু হল কন্তের নয়া যাত্রা।
বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগে ঘরের মাঠে টটেনহ্যাম ৩-২ গোলে হারায় ডাচ ক্লাব ভিটেসেকে। মাত্র ২৮ মিনিটে সন হিউং-মিন, লুকাস মৌরা ও জাকোব রাসমুসেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে প্রথমার্ধের আগেই দুই গোল শোধ করে ভিটেসে। এরপর দ্বিতীয়ার্ধে গোল নয়, লাল কার্ডের বহর চলে ম্যাচে। ৫৯ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো লাল কার্ড দেখেন, আর শেষ ১০ মিনিটে ভিটেসের দুই জন খেলোয়াড় লাল কার্ড দেখেন।
ম্যাচের পর কন্তে বলেছেন, "এটি একটি উত্তেজক খেলা ছিল এবং সাধারণত আমি এই ধরণের ম্যাচ পছন্দ করি না। আমরা ৩-০ এ জেতা সত্ত্বেও দুটি গোল হজম করেছি যা আমরা নাই খেতে পারতাম, আর এই লাল কার্ডে আমরা বিপদে পড়েছিলাম। কিন্তু আমার মনে হয় জেতাটা প্রয়োজনীয় এই দলের জন্য। এই খেলোয়াড়দের জন্য এটি ভালো হবে এবং ওদের নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে।"
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ০-৩ গোলে হেরে তৎকালীন কোচ নুনো এসপিরিটো স্যান্টো ও তার কোচিং স্টাফকে বরখাস্ত করে টটেনহ্যাম। আর তার পরের দিনই ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তেকে নিযুক্ত করে স্পার্সরা।