এসে গিয়েছে ভিসা! এই তারিখে মহমেডান ক্লাবে আসছেন আন্দজেলো রুদোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চোটে আক্রান্ত স্টেফান ইলিচকে রিলিজ করে মন্টেনেগ্রোর ফরোয়ার্ড আন্দজেলো রুদোভিচকে সই করিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। আর তারপর থেকেই সমর্থকদের মনে প্রশ্ন, কবে আসছেন রুদোভিচ?
মহমেডান ক্লাব সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রুদোভিচের ভারতে আসার ভিসা এসে গিয়েছে। খুব শীঘ্রই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। যা খবর, আগামী ৫ ডিসেম্বর মহমেডানে যোগ দেবেন রুদোভিচ।
নেদারল্যান্ডের জনপ্রিয় ক্লাব পিএসভি আইন্দহোভেনের অনুর্ধ্ব ২১ দলের ফুটবলার রুদোভিচ। সদ্য উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের যোগ্যতা অর্জন পর্বের দুটি ম্যাচ খেলেন মন্টেনেগ্রোর ক্লাব এফকে ডেচিচ তুজির হয়ে।