এটিকে মোহনবাগান সমীহ করেও আমির ডেরভিসেভিচের বার্তা, "আমরাও দেখে নেব!!"

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলের বিদেশী লাইন আপ ভারতীয় ফুটবলে একেবারেই নতুন। আর এই মরশুম লাল-হলুদের অন্যতম বড় ভরসা হতে চলেছেন স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির ডেরভিসেভিচ। এই প্রথমবার নিজের দেশ ছেড়ে অন্য কোনও দেশে খেলবেন আমির।
এনকে মারিবোরের প্রাক্তনী এই ২৯ বছরের মিডফিল্ডার বিশ্বাস করেন, ইস্টবেঙ্গলের পূর্ণ ক্ষমতা রয়েছে এক সফল আইএসএল অভিযানের। জনপ্রিয় এক ক্রীড়া ওয়েবসাইটের সাথে সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, করোনায় খেলা কেমন জটিল এবং কিভাবে তিনি ইস্টবেঙ্গলে এলেন।
করোনায় ফুটবল খেলার জটিলতা নিয়ে ডেরভিসেভিচ বলেছেন, "আপনি যখন ইউরোপে খেলেন, আপনি অবশ্যই সেরা পাঁচটি লিগে খেলতে চাইবেন। করোনার জেরে বিষয়টা জটিল হয়ে গিয়েছে। কঠিন ছিল, একেবারে আলাদা ছিল। যখন আপনার কাছে ১০টি দল থেক, আপনি বাছাই করে নিতে পারবেন এবং আগামী পাঁচ দিনের মধ্যে, আপনার কাছে কিছুই থাকবে না। তাই, আমি ফুটবলের বাইরে তিন মাস ছিল। সত্যিই খুব কঠিন ছিল, আপনি একা অনুশীলন করেন এবং কোনও দল নেই। ম্যাচ না থাকলে শুধু বল নিয়ে অনুশীলন করার কোনও মানে হয় না।"
এদিকে ইস্টবেঙ্গলে আসা নিয়ে আমির বলেছেন, "তখন আমি এদের যোগাযোগ পাই, ওরা আমায় ফোন করে। রেনে মিহেলিচ (চেন্নাইন এফসি ও দিল্লি ডায়নামোজের প্রাক্তন খেলোয়াড়) এর থেকে এই ক্লাব ও ভারতীয় লিগ সম্বন্ধে সব জানি। ও আমার সাথে মারিবরে খেলেছে। ও এখানে তিন থেকে চার বছর আগে ছিল। আমায় এই লিগের জন্য শুভেচ্ছা জানিয়েছে। তাই আট বছর পর, আমি নিজের দেশ ছাড়লাম।"
এরপর বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি নিয়েও বার্তা দিয়েছেন ডেরভিসেভিচ। সোশ্যাল মিডিয়ায় এই দুই চিরপ্রতিন্দ্বন্দ্বীর ম্যাচ দেখেছেন আমির, এবং জানেন এটিকে মোহনবাগান কতটা শক্তিশালী।
এই নিয়ে আমির বলেছেন, "দ্বিতীয় ম্যাচটাই ডার্বি। এটিকে মোহনবাগান, গত দুই কি তিন মরশুমে, টেবিলের অনেক উপরে রয়ে চলেছে। ওদের কিছু ভালো খেলোয়াড় রয়েছে। আমি কখনও ওদের ম্যাচ ইনস্টাগ্রাম ও ইউটিউবে দেখেছি। তাই আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি জানেন না। ওরা খুবই শক্তিশালী টিম। তবে আমরাও দেখে নেব কারণ আমরাও খুব ভালো ছন্দে রয়েছে ভালো ফলাফল পাওয়ার জন্য। আমি খুবই খুশি মরশুম শুরু করার জন্য।"