নেইমার-ড্যানিলোর সাথে জুড়লেন এই ব্রাজিলীয় তারকা, নেই ক্যামেরুন ম্যাচে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। ইতিমধ্যেই দুই ম্যাচে জিতে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল, ফলে এই ম্যাচটি স্রেফ শীর্ষস্থান নিশ্চিত করার জন্য খেলবে ব্রাজিল।
এই পরিস্থিতিতে আবারও চোট-আঘাতের সমস্যা বাঁধল ব্রাজিল শিবিরে। ইতিমধ্যেই চোটে ভুগছেন তারকা ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার ড্যানিলো। এবার তাদের সাথে জুড়লেন আর এক তারকা সাইড ব্যাক অ্যালেক্স সান্দ্রো।
এই নিয়ে ব্রাজিল টিমের ডাক্তার রড্রিগো লাসমার ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলেছেন, "গত ম্যাচে ৮৬ মিনিটে যন্ত্রণার কারণে অ্যালেক্স সান্দ্রোকে পরিবর্তন করা হয় এবং মঙ্গলবার কিছু মেডিকাল পরীক্ষার পর দেখা যায়, বামদিকের পশ্চাতদেশের পেশিতে চোট রয়েছে। ফলে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না তিনি।"
এদিকে সোমবার হালকা জ্বরের কারণে ব্রাজিল অনুশীলনে আসেননি নেইমার, এমনটাই জানিয়েছেন রড্রিগো লাসমার।