মানোলোকে আমি সুপারিশ করিনি! ইস্টবেঙ্গল কর্তাদের সাথে সম্পর্ক নেই - বার্তা আলেজান্দ্রোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের অবস্থা তথৈবচ। আট ম্যাচ চলে গেল, একটাও জয় নেই। এক সময় রিয়াল মাদ্রিদ কাস্টিয়ায় প্রশিক্ষণ করানো বর্তমান ইস্টবেঙ্গল কোচ মানোলো ডিয়াজের ট্যাকটিক্স ও দলগঠন নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে নানা গুঞ্জন উঠে এসেছে, এসসি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ম্যানুয়েল ডিয়াজকে আনার সুপারিশ দিয়েছিলেন খোদ প্রাক্তন লাল-হলুদ কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। আর এর ফলে অনেকেই আলেজান্দ্রোকে দোষী সাব্যস্ত করছেন এই দূর্বল পারফর্মেন্সের জন্য।
এবার এই সমস্ত গুঞ্জন শুনে চুপ করে থাকলেন না আলেজান্দ্রো। ইস্টবেঙ্গল সমর্থকদের অত্যন্ত প্রিয় এই স্প্যানিশ কোচ নিজের ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মানোলোকে সুপারিশ করা দূর, কোচিং ছাড়ার পর তিনি ইস্টবেঙ্গল ক্লাবের কারোর সাথে যোগাযোগও রাখেননি।
এই নিয়ে আলেজান্দ্রো বলেছেন, "ইস্টবেঙ্গল ক্লাবের কোচের পদ ছাড়ার পর, আমি ক্লাবের কারোর সাথে সম্পর্ক রাখিনি। আমি মানোলো ডিয়াজকে সুপারিশও করিনি, ওনার সাথে আমার কথাও হয়নি। ইস্টবেঙ্গলের সাথে আমার কোনও সম্পর্ক নেই।"
যদিও তিনি জানিয়েছেন, প্রিয় সমর্থকদের সাথে তিনি যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেছেন, "আমি কেবল সেই সমর্থকদের সাথে সম্পর্ক রাখি যারা আমায় বার্তা পাঠায়।"
সব শেষে, তিনি এই মিথ্যা খবর ও গুঞ্জনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। পাশাপাশি এসসি ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "কিছু ওয়েবসাইট আছে যারা আমার চরিত্রকে লক্ষ্য করেছে এবং সেই নিয়ে আমার কিছু বলার নেই। অন্য দিকে, আমি মানোলো ডিয়াজ ও ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানাতে চাই সব সময়।"
সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেল, ইস্টবেঙ্গলের দলগঠনের বিষয়ে আলেজান্দ্রোর কোনও ভূমিকা নেই, এবং সমর্থক ছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের কারোর সাথে যোগাযোগও রাখছেন না এই স্প্যানিশ কোচ।