জাভিকে দ্রুত কোচ হিসেবে পেতে আল সাদের সাথে জরুরি আলোচনা সারল এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রোনাল্ড কোয়েম্যানের বিদায়ের পর একপ্রকার নিশ্চিত, এফসি বার্সিলোনার নতুন কোচ হিসেবে যোগ দিতে চলেছেন কিংবদন্তী মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। কিন্তু কাতারি ক্লাব আল সাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় এখনই যোগ দিতে পারছেন না জাভি।
এই পরিস্থিতিতে জাভির পরিষেবা দ্রুত পেতে আল সাদের সাথে কথাবার্তা শুরু করে দিল এফসি বার্সিলোনা। বুধবার এক কাতারি টিভি শোয়ে আল সাদের কোচ জাভি বলেছেন, "দুই ক্লাবই আলোচনায় রয়েছে এবং আমরা জানি না কিভাবে এটি শেষ হবে।"
এদিকে বার্সিলোনায় ফিরে যাওয়ার জন্য উদগ্রীব জাভি। এই সুযোগটিকে নিজের কেরিয়ারের উল্লেখযোগ্য এক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। যদিও, মরশুমের মাঝপথেই জাভিকে ছাড়তে নারাজ আল সাদ।
আল সাদের সিইও তুর্কি আল-আলি বলেছেন, "ক্লাবের মনোভাব শুরু থেকেই পরিষ্কার। আমরা জাভিকে কোচ হিসেবে রাখতে বদ্ধপরিকর এবং মরশুমের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ওনাকে ছাড়তে পারব না।"
বর্তমানে কাতারি লিগে নয় ম্যাচ খেলে তিন পয়েন্টে শীর্ষস্থানে রয়েছে আল সাদ। আর এর জেরে শীর্ষস্থানে থাকা অবস্থায় কোচকে হারাতে নারাজ আল সাদ। এদিকে এফসি বার্সিলোনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সের্গি বারজুয়ান।