এফসি বার্সিলোনায় শুরু জাভি-যুগ! আল সাদ দিল সম্মতি, শীঘ্রই যোগ দেবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে জল্পনার অবসান, এফসি বার্সিলোনার নতুন হেড ম্যানেজার হিসেবে যোগ দেবেন ঘরের ছেলে তথা কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। শুক্রবার কাতারের ক্লাব আল সাদকে জাভির রিলিজ ক্লজ হিসেবে পাঁচ মিলিয়ন ইউরো প্রদান করে বার্সা।
এই নিয়ে আল সাদ নিজেদের বিবৃতিতে জানিয়েছে, "চুক্তি অনুযায়ী রিলিজ ক্লজ প্রদানের পর আল সাদ কর্তৃপক্ষ বার্সিলোনায় জাভির আগমণে সম্মতি দিয়েছে। আমরা ভবিষ্যতে বার্সিলোনার সহযোগিতার বিষয়ে সহমত হয়েছি।"
এবং এর জেরে কাতার লিগের শীর্ষে থাকা আল সাদের কোচ জাভি খুব শীঘ্রই এফসি বার্সিলোনায় যোগ দেবেন। অপেক্ষা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে আগামী ২১ নভেম্বর কাতালান ডার্বি, অর্থাৎ লা লিগায় এস্পানিয়লের বিরুদ্ধে ম্যাচ থেকেই দায়িত্ব নিতে পারেন জাভি।