২০২৭ সালের এশিয়ান কাপ বিড তুলে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের বিড তুলে নেওয়া হয়েছে।
এর কারণ হিসেবে সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট জানিয়েছে, ফেডারেশনের রোডম্যাপ অনুযায়ী এখনও এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তৈরি নয় তারা।
কয়েক মাস আগে, এএফসি এশিয়ান কাপ ২০২৭ আয়োজনের জন্য বিড করেছিল ভারত ও সৌদি আরব। তবে ভারত বেরিয়ে যাওয়ায়, হয়ত আয়োজনের দায়িত্ব পড়তে পারে সৌদি আরবের হাতে।
এই নিয়ে ফেডারেশনের কার্যকরী কমিটি বিবৃতিতে জানিয়েছে, "আমাদের বর্তমান ফোকাস হচ্ছে এএফসি এশিয়ান কাপের মত বড় ইভেন্ট আয়োজনের আগে প্রকৃত ফুটবলের সংগঠনের ভিত তৈরি করা।"
এদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই নিয়ে বলেছেন, "ভারত সর্বদাই বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত যোগ্য ও নির্ভরযোগ্য। আর সেটি সদ্য অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে তা তুলে ধরেছি। যদিও, কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ফেডারেশনের বর্তমান লক্ষ্য গ্রাসরুট থেকে ইউথ ডেভেলপমেন্টে প্রতিটা জায়গায় উন্নতি করার। একই সময়ে, আমাদের স্টেকহোল্ডার ও রাজ্য সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে হবে এবং ক্লাবগুলির সাথে কাজ করে ঘরোয়া পর্যায়ে ফুটবলের সমস্ত বিষয়ে পরিবর্তন আনার। চলতি মাসের শেষে যে রোডম্যাপ ঘোষণা করা হবে, সেটি নিয়ে আমরা কাজে নেমে পড়ব।"