এএফসি সভাপতির সাথে গুরুত্বপূর্ণ মিটিং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব শাজি প্রভাকরণ শুক্রবার, ২১ অক্টোবর,২০২২ এশিয়া ফুটবল কনফেডারেশন (এফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফার সাথে মালয়শিয়ার কুয়ালা লাম্পুরের এএফসি হাউজে দেখা করেন। সেখানে তারা ভারতীয় ফুটবলের উন্নতির বিষয় আলোচনা করেন।
এএফসি সভাপতি শেখ সালমান, কল্যাণ চৌবে কে নতুন এআইএফএফ সভাপতি পদে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানান। এছাড়াও ভারতের ভুবনেশ্বর, গোয়া এবং মুম্বাইতে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করার জন্য প্রশংসা করেন। ফুটবলের উন্নতি আলোচনার পাশাপাশি এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজন সম্পর্কেও তাঁরা আলোচনা করেন।
এএফসি সভাপতি জানান, "আমি এএফসির তরফে এআইএফএফকে কৃতজ্ঞতা জানাতে চাই এএফসির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকার করায়। আমরা আত্মবিশ্বাসী এই ইভেন্ট এবং প্রতিযোগিতাগুলি ভারতের ফুটবল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তুলবে।"