ভারতীয় ফুটবলের অত্যন্ত পরিচিত এই টুর্নামেন্টকে পুনরায় চালু করার আবেদন কল্যাণ চৌবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অতীতে এমন অসংখ্য টুর্নামেন্ট হত, যেখানে ভারতীয় দল অংশগ্রহণ করত এবং সাফল্য অর্জন করত। এর মধ্যে অন্যতম ছিল মারডেকা কাপ। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজিত হত। এশিয়ার বড় বড় দেশ সহ বিশ্বের বেশ কিছু ক্লাব ও দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত।
১৯৫৯ ও ১৯৬৪ সালে দুইবার রানার্স আপ হয়েছিল ভারত এই টুর্নামেন্টে। কিন্তু ২০১৩ সালের পর থেকে এই মারডেকা টুর্নামেন্ট আয়োজিত হয়নি। আর সেই কারণে আবারও যাতে এই টুর্নামেন্ট ফিরে আসুক, এমনটাই চেয়েছেন ফুটবলপ্রেমীরা।
এবার এই মারডেকা টুর্নামেন্ট ফিরিয়ে আনার আবেদন করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি ছাড়েন, যেখানে মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাটো হাজি হামিদিন বিন হাজি মহম্মদ আমিন স্বাগত জানাচ্ছেন কল্যাণ চৌবের।
সেই পোস্টে কল্যাণ লিখেছেন, "মারডেকা কাপ অতীতে ভারতীয় ফুটবলের জন্য অসংখ্য সুযোগ তৈরি করেছে। আমার অনুরোধ রইল যাতে এই টুর্নামেন্টটিকে পুনরায় চালু করা হয় এবং ভারতকে আমন্ত্রিত প্রতিযোগী হিসেবে আনা হয়।"
২০১৩ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। মূলত প্রতিযোগী দেশগুলির মূল দল না পাঠিয়ে রিজার্ভ দল পাঠানো, দর্শকদের কম উপস্থিতি, আয়োজক মালয়েশিয়া জাতীয় দলের খারাপ ফর্ম ও অন্যান্য এশীয় দেশগুলিতে বড় টুর্নামেন্ট আয়োজনের জেরে বন্ধ হয়েছে মারডেকা, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।