করোনার জেরে স্থগিত সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দেশে করোনা সংক্রমণের জেরে স্থগিত করা হল ৭৫তম সন্তোষ ট্রফি জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে এক চিঠিতে এই বার্তা দেওয়া হয়েছে।
ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জন করা ১০টি দলকে দেওয়া একটি চিঠিতে এআইএফএফ সাধারণ সচিব কুশল দাস লিখেছেন, "করোনা পজিটিভ কেস বৃদ্ধির কারণে, এআইএফএফ কেরালা সরকারের সাথে আলোচনা করে প্রতিযোগিতার সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ চলতি সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড আয়োজিত হওয়ার কথা ছিল কেরালার মালাপ্পুরামে। জানা গিয়েছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পরিস্থিতির পুনর্বিবেচনা করা হবে এবং তারপরেই পুনর্নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে।
যোগ্যতা অর্জন করা ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাঞ্জাব, মেঘালয়, রাজস্থান, বাংলা ও কেরালা। এবং গ্রুপ বি-তে রয়েছে সার্ভিসেস, মনিপুর, কর্নাটক, ওড়িশা ও গুজরাট।