Pele: পেলের সম্মানে ৭ দিন শোক পালনের সিদ্ধান্ত এআইএফএফ এর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ), ব্রাজিল তথা ফুটবল কিংবদন্তী পেলের প্রয়ানে তাঁর স্মরনে ৭ দিন শোকপালনের সিদ্ধান্ত নেয়। পেলের জীবনী এবং তাঁর কৃতিত্বকে মনে রাখতেই এআইএফএফ এর এই সিদ্ধান্ত।
এআইএফএফ সচিব ডঃ সাজি প্রভাকরন এই বিষয় বলেছেন, "ফুটবলের মহান পেলের মৃত্যুর কারণে আমরা খুবই দুঃখিত এবং তাঁর কৃতিত্বকে মনে রাখতে আমরা ৭ দিন শোক পালন করব। এই সময় এআইএফএফ এর ফ্ল্যাগ অর্ধনমিত থাকবে।"
ভারতের সাথে পেলের সম্পর্ক বহু পুড়নো। ১৯৭৭ সালে পেলে প্রথমবার কলকাতায় এসেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে। সেই ম্যাচ ২-২ ড্র হয়।
প্রভাকরণ জানিয়েছেন, "ভারতে পেলে এতোবার আসায় দেশবাসী ধন্য, শেষ বার এসেছিলেন ২০১৮ সালে। পেলের ভারতে এতোবার আসার জন্য আমরা সারাজীবন তাঁর কাছে কৃতজ্ঞ থাকব।" এর সাথে তিনি যোগ করেছেন, "পেলে সবসময় চাইতেন ভারতীয় ফুটবলের উন্নতি হোক এবং উজ্জ্বল ভবিষ্যৎ হোক। ক্রীড়াজগতে তাঁর মতন অন্য কেউ এভাবে মানুষকে অনুপ্রানিত করতে পারবেন না।"