মুম্বই ছেড়ে সিডনি এফসিতে ফিরে গেলেন অ্যাডাম লে ফন্ড্রে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে দারুণ পারফর্ম করেছিলেন অভিজ্ঞ ইংরেজ স্ট্রাইকার অ্যাডাম লে ফন্ড্রে। এক মরশুমের লোন শেষ হতে এবার ফিরে যাচ্ছেন নিজের পুরোনো ক্লাব সিডনি এফসি। অস্ট্রেলিয়া এ লিগের এই দল এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, এছাড়া এই মুহুর্তে লিগ জয়ের লড়াইয়ে রয়েছে, সেই কারণে এই তারকা স্ট্রাইকারকে আবারও ফিরিয়ে আনল সিডনি।
সিডনির সমর্থকদের নয়নের মণি এই স্ট্রাইকার গত ২০১৮ ও ২০১৯ মরশুমে এ লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, আর সেই দুই বছর লিগ বিজয়ী হয়েছিল সিডনি। এবার হ্যাটট্রিক পূরণ করতে মরিয়া হবেন অ্যাডাম। জানা গিয়েছে, আড়াই বছরের চুক্তিতে সিডনিতে যোগ দিলেন তিনি।
এবারের আইএসএলে মুম্বই সিটির লিগ-শিল্ড জয়ে দারুণ ভূমিকা রেখেছেন লে ফন্ড্রে। ২৩ ম্যাচে ১১টি গোল করেছেন তিনি। আপ ফ্রন্টে দুর্দান্ত ছিলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। আর এবার অস্ট্রেলিয়ায় নিজের দাপট বজায় রাখতে ফিরলেন অ্যাডাম।