সাত জন প্রথম দলের খেলোয়াড় ছাড়াই প্রিমিয়ার লিগে ফিরছে লিভারপুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপ শেষের পর পুনরায় শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বক্সিং ডেতে প্রিমিয়ার লিগের দলগুলি জয়ের আশায় সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে জুর্গেন ক্লপের লিভারপুলে বড় ধাক্কা। ২৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ক্লপ নামছেন ৭জন প্রথম একাদশের খেলোয়াড় ছাড়াই।
মূলত চোত আঘাতের সমস্যা রয়েছে লিভারপুল দলে। ফিফা বিশ্বকাপের বিরতিতে একদিকে যেমন সালাহের মতন তারকা ফুটবলার বিশ্রাম নিয়ে ফিরছেন তেমনই দিয়েগো জোটা, লুজ দিয়াজের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোটের জন্য মাঠের বাইরে অনেকদিন ধরেই।
কার্টিস জোন্স এবং আর্থার মেলোও চোটের কারণে থাকবেন না অ্যাস্টন ভিলা ম্যাচে। অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল খেলা ইব্রাহিমা কোনাতে কে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ।
কারাবাও কাপের রাউন্ড অফ ১৬ এর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন লিভারপুল দলের অন্যতম প্রধান স্তম্ভ জেমস মিলনার। চোটের কারণে অনিশ্চিত ব্রাজিলিয় ফরোয়ার্ড রবার্তো ফিরমিনহো।
এই মুহূর্তে ইপিএলের ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল দল। ১৪ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। লিগ টেবিলের উপরের দিকে যাওয়ার জন্য ক্লপকে এখন ভরসা করতেই হবে তাঁর দলের রিজার্ভ বেঞ্চকে।