কোপা আমেরিকায় সংকট! ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে করোনা আক্রান্ত ভেনেজুয়েলা দলের ১১ সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় সময় সোমবার রাত আড়াইটের সময় শুরু হবে কোপা আমেরিকা ২০২১। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের বিজয়ী ব্রাজিল ও ভেনেজুয়েলা। কিন্তু প্রথম ম্যাচের আগে হাজির হল করোনা সংকট। করোনায় আক্রান্ত হয়েছেন ভেনেজুয়েলার ১১ জন সদস্য।
জানা গিয়েছে, আট ফুটবলার ও তিন স্টাফ সহ একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও কারোর মধ্যে উপসর্গ দেখা যায়নি এবং এই কারণে প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। আপাতত ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ ও কনমেবল তাদের চিকিৎসার দায়ভার নিয়েছে। যদিও ব্রাজিলে আসার আগে ভেনেজুয়েলার প্রতিটি সদস্য ভ্যাকসিন দিয়েই এসেছিলেন।
এই পরিস্থিতিতে নিজেদের দেশের প্রথম ডিভিশন থেকে খেলোয়াড়দের উড়িয়ে নিয়ে আসছে ভেনেজুয়েলা, এমনটাই জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। এই পরিস্থিতিতে কার্যত অর্ধেক শক্তি নিয়েই শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভেনেজুয়েলা।
এবারের কোপা আমেরিকা আয়োজন নিয়ে দ্বন্দ্ব চলছিলই। কলম্বিয়া ও আর্জেন্টিনা আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ব্রাজিলকে এই টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সে দেশে করোনা সংক্রমণ বেশি হওয়ার কারণে প্রশাসন কোপা আয়োজনে অসম্মতি দেখিয়েছিল, যদিও শেষ অবধি এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। কিন্তু ভেনেজুয়েলার এই করোনা সংক্রমণ নতুন করে ভাবাচ্ছে আয়োজকদের।