পিছিয়ে গেল মহিলা আইপিএল এর উদ্বোধনী ম্যাচ, জানুন নতুন সময়সূচী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ মহিলাদের আইপিএল। ক্রিকেট মহলের এক বড় অংশ মনে করছেন এই টুর্নামেন্ট মহিলা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে চলেছে। এই টুর্নামেন্ট মহিলা ক্রিকেটের উন্নতিতে বিরাট ভুমিকা পালন করবে। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই প্রথম ম্যাচেই এলো বাধা।
পিছিয়ে গেল মহিলা প্রিমিয়ার লিগের এর উদ্বোধনী ম্যাচ। গুজরাট জায়েন্ট বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শনিবার সন্ধ্যা ৭ঃ৩০ থেকে এবং টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭ টায়। কিন্তু সেই সময়সূচির বদল ঘটে এই ম্যাচের নতুন সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৮টায়, ম্যাচের টস হবে ৭ঃ৩০ টায়।
নবি নুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের বিষয় বিসিসিআই জানিয়েছে, "উদ্বোধনী খেলার সময় পুনঃ নির্ধারিত হয়েছে এবং ম্যাচটি শনিবার ভারতীয় স্কময় সন্ধ্যা ৮টায় শুরু হবে। টস হবে সন্ধ্যা ৭ঃ৩০ টায়।"
মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বলিউড তারকা ক্রিতি শ্যানন এবং কিয়ারা আডভানিকে। এর পাশাপাশি বিখ্যাত গায়ক এপি ধিলনকে গান পরিবেশন করতে দেখা যাবে৷ জমজমাট এই অনুষ্ঠানে।
শুধু বিশেষজ্ঞরাই নন, দেশি-বিদেশি মহিলা ক্রিকেটাররাও মনে করছেন এই টুর্নামেন্ট তাদের এবং আগামী প্রজন্মের মহিলা ক্রিকেটারদের জন্য আমুল পরিবর্তন আনতে চলেছে।