WPL 2023: প্রথম মহিলা আইপিএলের সময়সূচী ঘোষণা বিসিসিআই-এর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার মহিলা প্রিমিয়ার লিগের নিলাম, সফল ভাবে সম্পন্ন হওয়ার পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম মহিলা আইপিএল এর সূচি ঘোষণা করেছে।
বিসিসিআই জানিয়েছে, লিগ শুরু হবে ৪ই মার্চ থেকে। ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট জায়েন্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম মহিলা প্রিমিয়ার লিগে মোট ২০ টি ম্যাচ হবে এবং দুটি প্লে অফ ম্যাচ হবে। ২৩ দিনের মধ্যে এই ম্যাচগুলি সম্পন্ন হবে।
ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম এবং ব্রেবর্ন স্টেডিয়ামে ১১ টি করে ম্যাচ আয়োজিত হবে। এছাড়াও ২৪ মার্চ ডিওয়াই অপ্যাটেল স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচ হবে এবং প্রথম মহিলা আইপিএলের ফাইনাল ম্যাচটি হবে ২৬ মার্চ।
অন্যদিকে মহিলা প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলামে সবচেয়ে বেশি দাম ওঠে ভারতীয় তারকা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনার জন্য। রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৩ কোটি ৪০ লক্ষ টাকা দামে মন্ধনাকে নিজেদের দলে যোগ করে।