WPL Auction 2023: মহিলাদের আইপিএল নিলামে বাংলা থেকে রয়েছেন কতজন? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মহিলা আইপিএল এর প্রথম মরশুম শুরু হতে চলেছে এই বছর। আর তার আগে ১৩ই ফেব্রুয়ারি দুপুর ২:৩০ থেকে অনুষ্ঠিত হবে এই আইপিএল এর নিলাম। বিসিসিআই এর তরফে জানানো হয়েছে যে, প্রথম মহিলা আইপিএলে খেলার জন্য মোট ১৫২৫ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। যার মধ্যে ৪০৯ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন নিলাম থেকে মহিলা আইপিএলে দলে সুযোগ পাওয়ার।
এই ৪০৯ জন ক্রিকেটারের মধ্যে নাম রয়েছে বাংলা থেকে বেশ কিছু ক্রিকেটারের। খবর অনুযায়ী, মোট ১৪ জন বাংলার মহিলা ক্রিকেটাররের নাম রয়েছে নিলামের তালিকায়।
এই ১৪ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন সদ্য ভারতকে অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জেতানো রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা দাসও।
১৪ জন ক্রিকেটারের মধ্যে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের বেস-প্রাইজ সবচেয়ে বেশি। ৫০ লক্ষ টাকা থেকে শুরু হবে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দলগুলিতে নেওয়ার লড়াই।
এক নজরে দেখে নিন বাংলার কোন কোন ক্রিকেটারের নাম রয়েছে প্রথম মহিলা আইপিএলের নিলামে এবং তাদের বেস প্রাইজ-
১. দীপ্তি শর্মা ৫০ লাখ
২. রিচা ঘোষ ৫০ লাখ
৩. সুকন্যা পারিদা ৩০ লাখ
৪. গৌহর সুলতানা ৩০ লাখ
৫. তিতাস সাধু ১০ লাখ
৬. হৃষিতা বসু ১০ লাখ
৭. ধারা গুজ্জর ১০ লাখ
৮. ষষ্ঠী মন্ডল ১০ লাখ
৯. পর্ণা পাল ১০ লাখ
১০. ঝুমিয়া খাতুন ১০ লাখ
১১. মিতা পাল ১০ লাখ
১২. শাইকা ইশাক ১০ লাখ
১৩. প্রিয়াঙ্কা বালা ১০ লাখ
১৪. কাশিশ আগরওয়াল ১০ লাখ