মহিলা আইপিএলে দল নামানোর বিষয়ে আগ্রহী চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের ইতিহাসের অন্যতম সফলতম ও জনপ্রিয় দল নিঃসন্দেহে চেন্নাই সুপার কিংস। গোটা দেশজুড়ে তাদের সমর্থকদের ভিড়, আর চার বার খেতাব জয়ী চেন্নাই দলকে নিয়ে আগ্রহ থাকে সবারই। আর এবার যেহেতু মহিলাদের আইপিএল সামনে আসছে, সেখানে সিএসকে থাকবে কিনা, সে নিয়ে প্রশ্ন উঠছেই।
এবার এই বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তিনি জানিয়েছেন, মহিলা আইপিএলে দল নামানোর বিষয়ে আগ্রহী তারা। বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরেই তারা এই বিষয়ে কাজ শুরু হবে।
এই নিয়ে কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে বলেছেন, "যখনই এটি শুরু হবে, আমরা আগ্রহী থাকব। ব্যাস এটুকুই। আগে বিসিসিআই নির্ধারণ করুক। এখনও অবধি, এই নিয়ে কোনও আলোচনা হয়নি।"
যদিও গত মাসে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, আগামী বছর থেকে মহিলা ক্রিকেটারদের জন্য আলাদা আইপিএল আয়োজন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ বিসিসিআই, যাতে মহিলা ক্রিকেটের আরও অগ্রগতি হয়।"
এই নিয়ে সৌরভ বলেছিলেন, "বিসিসিআই ২০২৩ সালে মহিলাদের আইপিএল চালু করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ, যার মাধ্যমে দেশে মহিলা ক্রিকেটের সর্বোচ্চ সুযোগ বাড়ানো যায়।"