মুম্বাই ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে আসবেন রোহিত শর্মা? উঠে এল বড়সড় জল্পনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল শুরুর আগে থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, মূলত পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে। এই পরিস্থিতিতে জল্পনা উঠছে, আসন্ন মেগা নিলামে মুম্বাই ছাড়তে পারেন রোহিত শর্মা? এই পরিস্থিতিতে এই জল্পনায় ঘি ঢালল লখনউ সুপার জায়ান্টস।
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্টস। সেখানে একজন দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রশ্ন করেন, পরের আইপিএল নিলামে কাকে নেওয়া যেতে পারে? তার প্রশ্ন শুনে চমকে যান ল্যাঙ্গার। এরপর প্রশ্ন আসে, "আপনি কি মনে করেন রোহিত শর্মাকে পাবেন?"
সেই সময়ে অবাক হয়ে ল্যাঙ্গার উত্তর দেন, "রোহিত শর্মা? মুম্বই থেকে আমরা রোহিত শর্মাকে পাব! তাহলে তুমিই আলাপ আলোচনা শুরু কর।" ফলে বোঝাই যাচ্ছে, লখনউ কিন্তু উদ্যোগী থাকবে রোহিতকে আনার জন্য। তবে শুধু লখনউ নয়, প্রতিটা আইপিএল ফ্র্যাঞ্চাইজিই মরিয়া থাকবে হিটম্যানকে নেওয়ার জন্য।