হেডিংলিতে দুই ইনিংসে শতরান করা ঋষভ পন্থের এই কান্ডে বিরক্ত তাঁর ডাক্তার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে খারাপ সময় কাটিয়ে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। আইপিএল ২০২৫ এর শেষ ম্যাচে শতরান করার পর হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে শতরান করেছেন পন্থ। একাধিক রেকর্ডও গড়েছেন তিনি। তবে পন্থের এই বিশেষ কাজে খুশি নন তাঁর ডাক্তার।
আইপিএলের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পর সামারসল্ট মেরে সেলিব্রেশন করতে দেখা যায় পন্থকে। তবে এই সেলিব্রেশন পন্থের জন্য অহেতুক, এমনটাই মনে করছেন ডঃ দীনেশ পার্দিওয়ালা। বলা বাহুল্য, ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর পন্থকে নতুন জীবন দিয়েছিলেন ডঃ পার্দিওয়ালা।
এই নিয়ে ডঃ পার্দিওয়ালা বলেছেন, "ঋষভ এর আগে জিমন্যাস্ট হিসাবে অনুশীলন করেছেন। ওনার চেহারা গোলগাল হলেও ওনার মধ্যে প্রচুর ফুর্তি রয়েছে। সেই কারণেই তো উনি এই ধরণের সামারসল্ট মারছেন আজকাল। এটা নিঃসন্দেহে প্রচন্ড অনুশীলনের মাধ্যমে অর্জন করা, তবে গোটাটাই অহেতুক।"