কলকাতা নাইট রাইডার্স শিবিরে কবে আসবেন শাকিব-লিটন? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২১ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রশ্ন হল, কবে থেকে কেকেআর দলে যোগ দেবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার শাকিব আল হাসান ও লিটন দাস?
যা খবর, আগামী ৮ এপ্রিলের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট পাবেন না শাকিব ও লিটন। আগামী ৪-৮ এপ্রিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে একক টেস্ট খেলতে চলা বাংলাদেশের দলে রয়েছেন শাকিব ও লিটন। ফলে যা সম্ভাবনা, তাতে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ক্রিকেটারকে ছাড়বে না বিসিবি।
সম্প্রতি শাকিব নেতৃত্ব দিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে। এখন এটাই দেখার, চোটের জন্য আইপিএলের প্রথমার্ধ থেকে ছিটকে যেতে চলা শ্রেয়াস আইয়ারের জায়গায় বাংলাদেশের এই অলরাউন্ডারকে কি নেতৃত্ব দেবে নাইট ম্যানেজমেন্ট?
কেকেআর ম্যানেজমেন্টের কাছে শাকিব ছাড়াও একাধিক অপশন রয়েছে। যেমন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সৌদি, ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। পাশাপাশি রিঙ্কু সিং কিংবা নীতিশ রানাকে নেতৃত্ব দেওয়ার কথা উঠছে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার আইপিএল জেতা শাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন শাকিব। টেস্ট ও ওয়ানডে আন্তর্জাতিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক শাকিব।