IPL এর বিপুল সাফল্য থেকে অনুপ্রাণিত NBA

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক বছর ধরে গোটা বিশ্ব ক্রীড়ায় আলোড়ন ফেলে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মাত্র কয়েকটি দেশে এই ক্রিকেট খেলা পরিচিত হলেও, যেভাবে আইপিএলের উত্তরোত্তর বৃদ্ধি ঘটছে, তা টেক্কা দিয়েছে বিশ্ব ক্রীড়ার অন্যান্য হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি লিগকে।
আর নিঃসন্দেহে, আইপিএল টেক্কা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএ-কেও। এবার আইপিএলের এই সাফল্য থেকে শিক্ষালাভ করতে চাইছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। এনবিএ-এর এশিয়া ও ভারতের ম্যানেজিং ডিরেক্টর রামিজ শেখ এমনটাই বলছেন।
এই নিয়ে আবু ধাবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামিজ বলছেন, "আইপিএল অসাধারণ কাজ করেছে এমন একটি বিষয় তৈরি করতে যা দিনের পর দিন প্রাসঙ্গিক ও মজাদার হয়ে উঠেছে। আমার মনে হয় সকল ক্রীড়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে এনবিএ-কেও এভাবে ভাবতে হবে যে কি উপায়ে দর্শকদের আনা যায়। আমরা এই জনপ্রিয়তাকে অবহেলা করতে পারি না। আর আইপিএলে, ভারতে, এটা মানতেই হবে। আমরা আইপিএল থেকে অনুপ্রাণিত, এবং আমরা শিখছি।"
২০১৯ সালে শেষবার ভারতে এনবিএ-এর প্রাক মরশুম সফর আয়োজিত করা হয়েছিল, যেখানে খেলেছিল স্যাক্রামেন্টো কিংস ও ইন্ডিয়ানা পেসার্স। যা খবর, পুনরায় এনবিএ-এর কোনও খেলা ভারতে আয়োজন করার।