সেঞ্চুরিয়ন রজত পাতিদারের নাম উচ্চারণ করতে ভিরমি খেলেন বিরাট কোহলি! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার আইপিএল ২০২২ এর এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই ম্যাচে অনবদ্য শতরান করেন রজত পাতিদার। ২৮ বছরের এই ভারতীয় ব্যাটার ১২টি চার ও সাতটি ছক্কার সাহায্য ৫৪ বলে অপরাজিত ১১২ রান করেন।
তবে আরসিবির জয়ের নায়ক পাতিদারের পদবি উচ্চারণ করতে গিয়ে ভুল করেছেন স্বয়ং বিরাট কোহলি। আর সেই ভিডিও প্রকাশ করেছে আইপিএলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সেখানে দেখা গিয়েছে, বিরাট কোহলি রজতের নাম ভুল বললেও পরে পাতিদার তা শুধরে দেন।
বলা বাহুল্য, রজত পাতিদার আরসিবির প্রাথমিক দলের অংশই ছিলেন না। লভনিত সিসোদিয়ার পরিবর্ত হিসেবে দলে আসেন রজত। আর সুযোগ পেয়ে আরসিবির হয়ে বিভিন্ন ব্যাটিং অর্ডারে ভালো পারফর্ম করেছেন তিনি।
রজতের শতরানের ইনিংস নিয়ে বিরাট ম্যাচের পর বলেছেন, "আমি ওনাকে ম্যাচের পর বলেছিলাম যে আমি অনেক ধরণের ইম্প্যাক্ট ইনিংস দেখেছি এবং এত বছর ধরে চাপের মধ্যে একাধিক ইনিংস দেখেছি। তবে আজ রজত যেভাবে খেলেছেন, তার থেকে ভালো আমি দেখিনি। চাপের মধ্যে, বড় ম্যাচে, প্রথম আনক্যাপড খেলোয়াড়।"