IPL 2022 : এবার বিশ্রাম নিন! টুর্নামেন্টের তৃতীয় গোল্ডেন ডাক করে ট্রোলের শিকার বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুঃস্বপ্নের ফর্ম যেন অব্যাহতই রয়েছে বিরাট কোহলির। রবিবার আইপিএল ২০২২ এর ৫৪তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই আউট হন বিরাট কোহলি। আর এর জেরে টুর্নামেন্টের তৃতীয় গোল্ডেন ডাক করে ফেললেন বিরাট।
ইনিংসের প্রথম বলে সানরাইজার্স লেগ স্পিনার জগদীশা সুচিথের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট কোহলি। এবং আউটের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ থেকে ধীরে ধীরে প্যাভিলিয়নের দিকে ফিরতে থাকেন বিরাট।
https://www.iplt20.com/video/44722/m54-srh-vs-rcb--virat-kohli-wicket?tagNames=2022
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গত সাক্ষাতেও গোল্ডেন ডাক করেন বিরাট, যেখানে তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে মার্কো জানসেনের বলে আউট হন। সেই ম্যাচে আরসিবি ৬৮ রানে অল আউট হয়।
আর তৃতীয় গোল্ডেন ডাকের জেরে স্বভাবতই হতাশ ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় কে কি বললেন, জেনে নেওয়া যাক।