প্যাট কামিন্সের চলে যাওয়াটা KKR এর জন্য শাপে বর হবে - বড় দাবি বীরেন্দ্র সেহওয়াগের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ প্লেঅফসে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে সেই আশায় বড় আঘাত এসেছে, যখন তারকা অজি ক্রিকেটার প্যাট কামিন্স নিতম্বের চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।
গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেন কামিন্স, ২২ রান দিয়ে তিন উইকেট নেন। এবং এই পারফর্মেন্সের মাধ্যমে কলকাতার আশা জিইয়ে রাখেন কামিন্স। তবে অজি ক্রিকেটারের এই চলে যাওয়াটা কি বড় ধাক্কা দেবে নাইটদের?
তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, কামিন্সের ছিটকে যাওয়া আসলে শাপে বর হয়েছে নাইটদের জন্য, যেহেতু এবার তারা এক বিদেশী ব্যাটারকে এনে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে পারবে।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে সেহওয়াগ এই নিয়ে বলেছেন, "যদি উমেশ যাদব ফিট থাকেন কিংবা কেকেআর কামিন্সের জায়গায় অন্য কোনও ভারতীয় পেসারকে খেলায়, তাহলে ওরা অ্যারন ফিঞ্চ বা স্যাম বিলিংসকে চতুর্থ বিদেশী হিসেবে নিয়ে আসতে পারে।"
এরপর সেহওয়াগ বলেন, "আমার মনে হয় না ওরা অজিঙ্ক রাহানেকে বসাবে। অনেক দিন পর, রাহানে আর ভেঙ্কটেশ আইয়ার কেকেআরকে ভালো শুরু দিয়েছিল গত ম্যাচে। তাই এই ওপেনিং জুটি বজায় থাকবে। তবে, আমার মনে হয় বিলিংসের মত কেউ এসে মিডল অর্ডারে খেলবে যদি কামিন্সকে কোনও ভারতীয় বোলারের সাথে পরিবর্তন করা হয়। ওদের নিজেদের ব্যাটিংয়ের শক্তি বাড়াতে হবে, যা কাজ করছে না।"
এদিকে প্রাক্তন ভারতীয় পেসার রুদ্র প্রতাপ সিং মনে করেন, কামিন্সের জায়গায় শিবম মাভি নয়, উমেশ যাদবকে খেলানো উচিত। এই নিয়ে আরপি সিং বলেছেন, "যদি উমেশ যাদব সুস্থ হন, অবশ্যই উনি প্রথম পছন্দ হবেন। আমার মনে হয় না ওরা শিবম মাভির সাথে যাবে কারণ উনি খুবই ব্যয়বহুল ছিলেন গত কয়েক ম্যাচে। হর্ষিত রানা একটি বিকল্প যা তারা দেখতে পারে।"