"আমার মাথায় এমন জোরে বল মারল…" - ১০ বছর আগের স্মৃতি আজও অটুট বিরাটের মনে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটার হিসেবে বিরাট কোহলির নাম সর্বজনবিদিত। তবে এই স্বীকৃতিটা গত ১০-১২ বছর ধরে দুরন্ত ক্রিকেট খেলে অর্জন করেছেন বিরাট। যার মধ্যে অন্যতম হল ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়া সফর, যেখানে বিরাট চারটি টেস্টে চারটি শতরান সহ ৬৯২ রান করেছিলেন।
তবে সেই সিরিজের শুরুটা একেবারেই ভালো হয়নি বিরাটের। মহেন্দ্র সিং ধোনি না থাকায় বিরাট কোহলিকে নেতৃত্ব দিতে হয়েছিল ভারতকে। আর যখন ব্যাট করতে আসেন, তখন প্রতিপক্ষে থাকা মিচেল জনসনের প্রথম বলই সজোরে লাগে বিরাটের হেলমেটে। তখন গোটা অস্ট্রেলিয়া দল বিরাটকে ঘিরে ধরে দেখে তিনি ঠিক আছেন কিনা। পরে সেই ধাক্কা সামলে ১১৫ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট।
তবে সেই ঘটনার কথা আজও ভোলেননি বিরাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট বলেছেন, "প্রথম টেস্ট, সেই সফরের প্রথম বল। জনসন আমায় মাথায় মারল, আর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। গত ৬০ দিন ধরে আমি ভাবছিলাম যে কীভাবে এই সিরিজটি খেলব। আর হঠাত করেই, পুরো পরিকল্পনায় পরিবর্তন আসে।"
"মাথায় সজোরে আঘাত লাগে। আমার দৃষ্টি আবছা হয়ে যায়। মাথা ফুলে উঠেছিল। লাঞ্চের আগে দুটি বল বাকি ছিল, যা আমি খেলে নিয়েছি।"
"তখন দুটি অপশন ছিল, লড়ো নইলে সরো। স্বাভাবিকভাবেই, আমার প্রতিক্রিয়া ছিল, 'ও আমার মাথায় কী করে বল মারল?' আমি তখন ভাবলাম, 'আমি ওকে গোটা সিরিজ ধরে মারব।' আর সেটাই হয়েছে।"
সেই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১৫ ও ১৪১ করেছিলেন বিরাট, তবে সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৪৮ রানে জেতে। সেই সিরিজেও ভারতকে পরাজয়ের শিকার হতে হয়েছিল।