নিজের আইপিএল না পাওয়ার অপ্রাপ্তি নিয়ে RCB-র মেয়েদের অনুপ্রাণিত করলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা দলের সাথে সাক্ষাৎ করেন বিরাট কোহলি। আর সেখানে নিজের আইপিএল খেতাব না পাওয়ার অপ্রাপ্তি নিয়েই মেয়েদের অনুপ্রাণিত করলেন বিরাট।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বৃহস্পতিবার সেই সাক্ষাতের ভিডিও পোস্ট করে। সেখানে কোহলি বলছেন, "আমি গত ১৫ বছর ধরে আইপিএল খেলছি, আর আমি কিছুই জিতিনি। কিন্তু তা আমায় আটকায়নি প্রতি বছর খেলার জন্য। এটুকুই আমি করতে পারি, এই প্রচেষ্টাই আমি প্রতিটা ম্যাচে আর প্রতিটা টুর্নামেন্টে দিতে পারি।"
"যদি আমরা জিতি, খুব ভালো। যদি নাও জিতি, তাহলে অন্তত এমন হতাশায় ভুগব না যে আমি কেন একটাও আইপিএল জিতিনি। আমি একজন সুখী মানুষ। এমনটা সব সময় হয় না। তাই যে সুযোগ পাচ্ছেন সেটিকে নিয়ে ভাবতে হবে। সব সময় একটি উলটো দিক থাকে, আর এর থেকেও খারাপ কিছু হতে পারে।"
তবে বিরাট কোহলির এই পেপটক হয়ত অনেকটাই অনুপ্রাণিত করেছে আরসিবির মেয়েদের। কারণ বুধবার মহিলা প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে আনে স্মৃতি মান্ধানার মেয়েরা।