প্রথম আইপিএল শতরান সূর্যকুমার যাদবের! প্রশংসায় বিরাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি আইপিএলের শুরুর দিকে সেভাবে রান পাননি। ম্যাচ যত এগিয়েছে সূর্যকুমার যাদব দুরন্ত ভাবে রানের মধ্যে ফিরে এসেছেন। শুক্রবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সূর্য আইপিএলে তাঁর প্রথম শতরান করেন। মাত্র ৪৯ বলে ১১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে তাঁর শতরান পূরণ করেন। ইনিংসের শেষ বলে ছয় মেরে নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করেন মুম্বাইয়ের এই ব্যাটার।
এদিন ওয়াংখেড়েতে সূর্যকুমার যাদবের প্রথম আইপিএল সেঞ্চুরি দেখার পর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি তাঁর প্রশংসা করেন। বিরাট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “তুলা মানলা ভাউ” যার বাংলা অনুবাদ, "আমি তোমার জন্য গর্ববোধ করি।"
সাম্প্রতিক সময় সূর্যের ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। চলতি আইপিএলে শুরুর দিকে সূর্য রান না পেলেও পরের দিকে দুরন্ত ভাবে ফিরে এসেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে ২০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সূর্য ৩৫ বলে ৮৩ রান করেন। সূর্যকুমার যাদবের এই ফর্ম অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে-অফে পৌঁছে যেতে সাহায্য করবে।