ভিডিও : যেন খেতাবই জিতে নিয়েছে! দিল্লির হারের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিরাট কোহলি ও RCB দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সেলিব্রেশন দেখলে মনে হবে যেন আইপিএল খেতাবটিই জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। কিন্তু এই উদযাপনের গুরুত্ব একেবারে অন্য। শনিবার দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বড় গুরুত্ব ছিল আরসিবির জন্য। যদি মুম্বই জেতে, তবেই প্লেঅফসে উঠতে পারত বিরাট কোহলিরা।
আর কাঙ্খিত ফলটিই এসেছে। দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। আর এর জেরে চতুর্থ দল হিসেবে নকআউট পর্বে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রমনদীপ সিং চার মারার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল সহ গোটা আরসিবি দল।
টানা চার ঘন্টা ধরে টিভির সামনে বসেছিলেন আরসিবির খেলোয়াড় ও কোচ-সাপোর্ট স্টাফরা। দিল্লির প্রতিটি উইকেট ও মুম্বইয়ের প্রতিটি বাউন্ডারিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তারা। আর এই মুহুর্তগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি।
আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।