নো বলে আউট হয়েছিলেন রিঙ্কু সিং? ছবি-ভিডিও সেরকমই ইঙ্গিত দিচ্ছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত লড়েও মাত্র দুই রানে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে, আর এর জেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় কেকেআরকে।
তবে শেষ অবধি কলকাতার হয়ে লড়াই চালিয়ে যান রিঙ্কু সিং। অন্তিম ওভারে মার্কাস স্টোইনিসের চার বলে ১৮ রান মেরে কলকাতার জয় একপ্রকার নিশ্চিত করে দেন রিঙ্কু, কিন্তু পঞ্চম বলে এভিন লুইসের অবিশ্বাস্য ক্যাচে ফেরেন রিঙ্কু। আর তার পরের বলেই উমেশ যাদবকে বোল্ড করে জয় তুলে নেন স্টোইনিস।
তবে ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রিঙ্কু সিংয়ের আউট হওয়া বলটিতে মার্কাস স্টোইনিসের পায়ের বেশিরভাগ অংশ লাইনের বাইরে ছিল, এবং মনে হয়েছিল যে বলটি নো বল হতে পারে। তবে সেই মুহুর্তে থার্ড আম্পায়ার কোনও কল নেননি।
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। বলা বাহুল্য, বিগত কয়েক বছর ধরে আইপিএলে নো বল পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন থার্ড আম্পায়াররা। তবে এবার তা কেন হল না, এই নিয়ে বিতর্ক উঠেছে।