মহিলা আইপিএলের জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ এই সংস্থার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব নিজেদের নামে করে নিল ভায়াকম ১৮ সংস্থা। প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে এই স্বত্ব পেয়েছে এই সংস্থা। ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি চুড়ান্ত হয়েছে।
মোট ৯৫১ কোটি টাকার বিনিময় পাঁচ বছরের জন্য মিডিয়া স্বত্ব নিজেদের নামে করে নিয়েছে ভায়াকম ১৮। যা হিসাব অনুযায়ী, ম্যাচ প্রতি ৭.০৯ কোটি টাকার সমান।
২৫ জানুয়ারি বিসিসিআই আসন্ন মহিলা আইপিএলের জন্য ৫ টি ফ্র্যাঞ্চাইজি দলের নাম ঘোষণা করতে চলেছে। মহিলা আইপিএলের মিডিয়া রাইটের জন্য নিলামে এমন ইতিবাচক প্রতিক্রিয়া দেখে আপ্লুত ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার বিসিসিআই সচীব জয় শাহ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভায়াকম ১৮ এর সাথে তাদের নতুন এই চুক্তির ঘোষণা করে।
এর আগে মহিলা টি-২০ চ্যালেঞ্জ একটি পরীক্ষা মূলক টুর্নামেন্ট হিসাবে আয়োজিত হয়েছিল। গত বছর বিসিসিআই মহিলা আইপিএল চালু করার সিদ্ধান্ত নেয়। মহিলা আইপিএলের সরকারি ভাবে সূচি এখনও ঘোষণা না হলেও শোণা যাচ্ছে যে টুর্নামেন্টটি মত ২২ ম্যাচের হবে এবং এটি ৫ই মার্চ থেকে ২৩ মার্চ এর মধ্যে আয়োজিত হতে চলেছে।