প্রক্রিয়ার উপরই নজর দিয়েছিলেন ভেঙ্কটেশ! নিজেকে জন্মদিনের এই উপহার দিলেন কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্ম ছিল ভেঙ্কটেশ আইয়ারের, অথচ এই মরশুমে তার সম্পূর্ণ বিপরীত। রিটেইন হওয়ার জেরে অতিরিক্ত চাপ ছিলই ভেঙ্কটেশের মধ্যে, আর সেই চাপের সুবিধা করতে পারেননি তিনি। যার ফলে মরশুমের মাঝপথে প্রথম একাদশ থেকে বাদ পড়েন আইয়ার।
তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলে ফিরেই নিজের জাত চিনিয়ে দেন ভেঙ্কটেশ। ওপেনে নেমে ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এবং এই ইনিংস খেলার পর ভেঙ্কটেশ জানিয়েছেন, প্রক্রিয়ার উপর নজর দিয়েছেন তিনি।
ম্যাচের পর প্যাট কামিন্সের সাথে একান্ত সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার বলেন, "মাঠে গিয়ে উপভোগ করতে চেয়েছিলাম। সময়টা খুব কঠিন ছিল আমার জন্য, তবে আমি ফলাফলের থেকে প্রক্রিয়ার উপর বেশি নজর দিচ্ছিলাম। বাইরে কি হচ্ছে, সেটি আমি নিয়ন্ত্রণ করতে পারব না, কত বল থাকবে এবং কত উইকেট থাকবে, আমি কেবল আমার প্রক্রিয়াকেই নিয়ন্ত্রণ করতে পারব, আর সেটিই আমি করে এসেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।"
একই অবস্থা প্যাট কামিন্সের, অফ ফর্ম কাটিয়ে দলে ফিরে তিন উইকেট তুলে নেন। এবং এই পারফর্মেন্সটিকে নিজের ২৯তম জন্মদিনের উপহার হিসেবে গ্রহণ করেছেন কামিন্স।
সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, "হ্যাঁ, এটি আমার কাছে আমার নিজেকে জন্মদিনের উপহার দেওয়ার মত ছিল। জয় পেয়ে ভালো লাগছে। গত কয়েকটা ম্যাচ খেলতে পারিনি, তাই ভালো লাগছে দলে ফিরে এবং কয়েকটা উইকেট তুলতে পেরে। দারুণ অনুভূতি। গত ম্যাচের পর আমরা খুব উদ্যমী ছিলাম যেখানে আমরা ফাইনালে উঠতে পারতাম, তাই এই জয় পেয়ে ভালো লাগছে।"