একই বছরে দুটি আইপিএল? অবাক হবেন না রবি শাস্ত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের মাহাত্ম্য শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে সর্বজনবিদিত। আইপিএলের জন্য যাতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বেশি বিরতি পাওয়া যায়, সেটির প্রক্রিয়া চালু রয়েছে।
এই পরিস্থিতিতে এবার বড় বয়ান দিলেন প্রাক্তন ভারত হেড কোচ রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন, যেভাবে ঘরোয়া টি২০ লিগগুলি ক্রমশই বেড়ে উঠেছে, তাতে এক বছরে হয়ত দুটি আইপিএল দেখা যেতে পারে।
এই নিয়ে এক টক শোতে শাস্ত্রী বলেছেন, "আমি অবাক হব না যদি এক বছরে দুটি আইপিএল মরশুম আমরা দেখতে পাই। আপনারা হয়ত ভবিষ্যতে ১০ দল থেকে ১২ দলের পূর্ণ প্রতিযোগিতা দেখতে পারেন, যেখানে সময়ের ব্যবধান দেড় মাস থেকে দুই মাস বাড়তে পারে। আর যদি দ্বিপাক্ষিক ক্রিকেট কমিয়ে দেওয়া হয়, আপনারা হয়ত আইপিএলের ছোট ফর্ম্যাট দেখতে পারেন বছরের শেষার্ধে, যা অনেকটা বিশ্বকাপের ফর্ম্যাটে নকআউটের মত খেলা হবে।"
কিন্তু কেন এমনটা হতে পারে? এই নিয়ে শাস্ত্রী বলেছেন, "এসব সম্ভব হবে এবং এটি অর্থ ও চাহিদার উপর নির্ভরশীল। এই বিশাল জিনিস ও তার ফর্ম্যাট নিয়ে বড় চাহিদা রয়েছে।"