সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন না ডেভিড ওয়ার্নার! ট্রেভর বেলিসের কথায় এল এই বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে প্রাক্তন অধিনায়ক তথা তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে বসিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। পরিবর্তে ইংরেজ ওপেনার জেসন রয় অভিষেক করেন এবং প্রথম ম্যাচেই ৬০ রান করে হায়দ্রাবাদের দ্বিতীয় জয় নিশ্চিত করেন।
তবে এখানেই প্রশ্ন আসছে, ঠিক কি কারণে ডেভিড ওয়ার্নারকে দল থেকে বাদ দেওয়া হল। বলা যেতেই পারে, খারাপ ফর্মের জেরে বাদ পড়েছেন এই তারকা। কিন্তু ট্রেভর বেলিস যে কথা বললেন, তাতে হয়ত চলতি মরশুমে ডেভিড ওয়ার্নারকে হয়ত খেলতেই দেখা যাবে না।
সোমবার ডাগআউটেও দেখা যায়নি ওয়ার্নারকে, বরং টিম হোটেলে ছিলেন তিনি। করোনা বা চোট কিছুই ছিল না ওয়ার্নারের! তবে কেন মাঠে ছিলেন না তিনি। এর জবাব দিলেন কোচ ট্রেভর বেলিস।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বেলিস বলেছেন, "আমরা ফাইনালে পৌঁছতে পারব না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তরুণদের ম্যাচের অভিজ্ঞতার পাশাপাশি মাঠে পুরো প্রক্রিয়া উপভোগ করার সুযোগ করে দেব।"
"আমাদের অনেক তরুণ খেলোয়াড় রয়েছে যারা রিজার্ভ হয়েও মাঠে উপস্থিত থাকতে পারেননি, ফলে আমরা সুযোগ করে দিয়েছিলাম এসে ম্যাচ দেখার অভিজ্ঞতা অর্জন করার। এবং এটি আরও কিছু ম্যাচ ধরে চলবে। আমরা দিন দুয়েকের মধ্যে বসব এবং ১৮ সদস্যের স্কোয়াড ও দল তৈরি করব।"
এদিকে অনুপস্থিত হওয়া সত্ত্বেও দলকে সমর্থন করেছেন ওয়ার্নার। এই নিয়ে বেলিস বলেছেন, "ডেভ (ওয়ার্নার) অবশ্যই হোটেল থেকে ম্যাচটি দেখছিল এবং ছেলেদের পূর্ণ সমর্থন যুগিয়েছিল। অন্যদের মতই, আমরা সবাই একসাথে রয়েছি।"
শেষে ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে বেলিস বলেছেন, "এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেগা নিলামের আগে এটিই শেষ বছর, এই ধরণের সিদ্ধান্ত পরে নেওয়া হবে। দীর্ঘ অনেক বছর ধরে ওয়ার্নার আমাদের জন্য অনেক করেছে এবং ও খুবই সম্মানীয় একজন ব্যক্তি। এবং যে পরিমাণ রান ও করেছে, আমি আশা করব ওর মধ্যে আইপিএলে আরও বেশি রান করার ক্ষমতা রয়েছে।"