সাত মেডেন ওভারে সাত উইকেট! আইপিএলের আগে তান্ডব চালালেন সুনীল নারাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিন বাদে শুরু হচ্ছে আইপিএল ২০২৩। প্রতিবারের মত এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের বড় ভরসা হয়ে উঠবেন সুনীল নারাইন। কিন্তু এবারের আইপিএলের আগেই বল হাতে তান্ডব চালালেন ক্যারিবিয়ান এই অফ স্পিনার।
নিজের দেশের টুর্নামেন্টে সাতটি মেডেন ওভারে সাত উইকেট নেন নারাইন। টি অ্যান্ড টি ক্রিকেট বোর্ড প্রিমিয়ারশিপ ডিভিশনের ম্যাচে সুনীল নারাইন খেলেছেন কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব ওয়ানের হয়ে। পোর্ট অফ স্পেনে ক্লার্ক রোড ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে এমন দুর্ধর্ষ বোলিং করেন নারাইন।
তবে এই ম্যাচ খেলার কোনও কথাই ছিল না নারাইনের। ভারতে আসার বিমান বাতিল হওয়ায় এই ম্যাচ খেলেছেন নারাইন। তাঁর এমন বোলিংয়ে ক্লার্ক রোড মাত্র ৭৬ রানে অল আউট হয়ে যায়।
এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন সুনীল নারাইন। এই ম্যাচের আগে, তিন ম্যাচে ৩১টি উইকেট নেন নারাইন।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনিশ্চিত শ্রেয়াস আইয়ার। এই পরিস্থিতিতে কেকেআরের নেতৃত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন সুনীল নারাইন। আগামী ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতে আইপিএল ২০২৩ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।