ঋষভ পন্থ মারলেন এমন চমৎকার শট, সিট ছেড়েই উঠে গেলেন সৌরভ গাঙ্গুলি! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২৪-এর ম্যাচে লখনউ সুপার জায়ান্টকে তাদের ঘরে ৬ উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ে অন্যতম বড় ভূমিকা রাখেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। ২৪ বলে ৪১ রান করেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
তবে এই ইনিংস চলাকালীন লখনউয়ের অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের বলে এমন একটি রিভার্স স্কুপ শট মারেন পন্থ, যা দেখে অবাক হয়ে যান স্বয়ং প্রাক্তন ভারত অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি।
পন্থের সেই শট দেখে নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন সৌরভ, আর তাকে দেখা যায় বাউন্ডারি লাইনের ধারে অবাক হয়ে তাকিয়ে থাকতে।
দিল্লির হয়ে এই ম্যাচে অভিষেক করা জেক ফ্রেসার-ম্যাকগার্কের সাথে তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন পন্থ, যা দিল্লিকে সহজ জয়ের দিকে নিয়ে গিয়েছিল। নিজের ইনিংসে চারটি চার ও দুটি ছয় মারেন পন্থ।