ধোনির মত ‘টুক-টুক’ ব্যাটিং করার অভিযোগ শুভমন গিলের বিরুদ্ধে, দিলেন দুর্দান্ত জবাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইপিএলে শুভমন গিলের পারফর্মেন্স ভালো হলেও একটি বিষয় নিয়ে চিন্তা ছিলই, আর তা হল তার স্ট্রাইক রেট। ১৪ ম্যাচে ৪৪০ রান করলেও স্ট্রাইক রেট মাত্র ১১৭.৯৬। আর এর জেরে নাইট সমর্থকরা চাইবেন যাতে এই বছর আরও ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারেন।
কিন্তু এবার শুভমনের ব্যাটিং নিয়ে ট্রোল করা শুরু হল সোশ্যাল মিডিয়ায়। তরুণ এই ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় কয়েকজন নেটিজেন অত্যন্ত বাজে ট্রোল করেছেন। শুভমন গিল নিজের ইনস্টাগ্রামে একটি ছবি ছেড়েছিলেন। আর সেই ছবির কমেন্টে অনেকেই তাকে আসন্ন আইপিএলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
কিন্তু এমন সময়ে এক নেটিজেন শুভমনকে ট্রোল করে বলেছেন, “একেবারে টুক-টুক।“ এরপর আরও এক নেটিজেন ধোনির তুলনা টেনে এনে বলেছেন, “একেবারে ধোনির মত।“ কিন্তু এই কমেন্ট দেখে দমেননি শুভমন গিল। নিজের ছবির কমেন্টে এই ধরণের ট্রোলের জবাবে লেখেন, “আমি যেখানে থাকতে চাই সেখানেই আছি মিস্টার নোবডি।“ আর এরপর কোনও ট্রোল আসেননি নেটেজেনদের তরফ থেকে।
তবে শুভমন গিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে দ্রুত রান করবেন, এমনই আশা রাখছেন নাইট ভক্তরা। বিশেষত যখন প্রথম ছয় ওভারের পাওয়ারপ্লেতে কেবল দুটি ফিল্ডার বাইরে থাকেন, তখন সেটির সুবিধা নেওয়া উচিত গিলের।