কলকাতার হয়ে খেলে নিজের শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়েই নামবেন লিটন দাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২৩ এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন বাংলাদেশের তারকা কিপার-ব্যাটার লিটন দাস। সদ্য আইপিএল মিনি নিলামে লিটনকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে নাইটরা।
এবং দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে আপ্লুত লিটন। এক সাক্ষাৎকারে লিটন জানিয়েছেন, এটি একটি বড় মঞ্চ এবং চাপের মধ্যে এখানে ম্যাচগুলি খেলা হচ্ছে।
এই নিয়ে লিটন বলেছেন, "আইপিএল একটি বিশাল বড় মঞ্চ এবং এখানে আপনি অনেক চাপের মধ্যে ম্যাচ খেলতে পারেন। বিশ্ব ক্রিকেটের একাধিক বড় নামের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারায় আমার অনেক সাহায্য হবে। কারণ আপনি যত ওনাদের জানবেন, তত বেশি আপনি ওনাদের বুদ্ধি লাভ করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আপনি ওনাদের সাথে কথাবার্তা বললে, এতে আপনার খেলা ভালো হবে এবং আপনার শক্তি বাড়বে।"
সদ্য ভারতের বিরুদ্ধে একদিবসীয় আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। আর সেই সিরিজে ভারতকে ২-১ ফলে হারিয়েছে বাংলাদেশ। যদিও সেই সিরিজে লিটন মাত্র ৭৭ রান করতে পেরেছেন। তবে চলতি বছরের দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। টি২০ ক্রিকেটে লিটনের ১৪০০ এর বেশি রান রয়েছে।