রঞ্জি ফাইনালে শতরান করার পর আবেগে ভাসলেন সরফরাজ খান, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে টিম ইন্ডিয়ার টেস্ট দলে যদি কোনও খেলোয়াড়কে নির্বাচন করার কথা বলা হয়, তাহলে সবার আগে আসবে সরফরাজ খানের নাম। ২৪ বছর বয়সী এই তারকা চলতি রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফর্ম করে চলেছেন।
এবং চলতি ফাইনালেও অনবদ্য শতরান হাঁকেন সরফরাজ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফাইনালে শতরান করার পর আবেগে ভাসলেন সরফরাজ। চোখের জল ফেলতে দেখা যায়। এরপর শিখর ধাওয়ানের স্টাইকে থাই-ফাইভ করেন সরফরাজ।
আর এই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিসিসিআই ডোমেস্টিক ও দিল্লি ক্যাপিটালস।
শেষ অবধি ১৩৪ রানে আউট হন সরফরাজ। চলতি রঞ্জিতে চতুর্থ শতরান হয়ে গেল সরফরাজের। সদ্য দুই রঞ্জি মরশুমে ৯০০ রান করে করেছেন এই তরুণ ব্যাটার। শেষ ১৭ ইনিংসে ২০০০ এর বেশি রান করেছেন তিনি। ফলে ভারতীয় টেস্ট দলের দরজায় বেশ জোরেই কড়া নাড়ছেন সরফরাজ, তা বলাই যায়।